শিরোনাম

South east bank ad

সড়ক দুর্ঘটনায় ডিএসবির ওসি ও এএসআই নিহত

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন   |   পুলিশ

সড়ক দুর্ঘটনায় ডিএসবির ওসি ও এএসআই নিহত

যোগদানের পর কর্ম এলাকা ঘুরে দেখতে গিয়ে পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পাবনা ঈশ্বরদীর ওসি ও এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতুর দক্ষিণা অঞ্চল কুষ্টিয়া ভেড়ামারা সেতু সংলগ্ন গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসির নাম মো. মোজাহারুল ইসলাম। তিনি রংপুর পীরগাছার ইটাকুমারী এলাকার মৃত নূর মোহাম্মাদের ছেলে এবং এএসআইয়ের নাম মো. কয়েস উদ্দিন।
তিনি রাজশাহী তানোরের রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।

ঈশ্বরদী ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লালন শাহ সেতু টোল আদায়কারীরা তথ্যটি নিশ্চিত করেছেন।

লালন শাহ টোল আদায়কারী ও ডিএসবি ঈশ্বরদীর একাধিক কর্মকর্তার সূত্র জানান, নন্দিগ্রাম থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বদলি হয়ে গত তিনদিন আগে ঈশ্বরদীতে ডিএসবি শাখার ওসি হিসেবে যোগদান করেছেন। ঘটনার দিন সকালে মোটরসাইকেলযোগে ডিএসবি ঈশ্বরদীর এএসআই মো. কায়েস উদ্দিনের কর্ম এলাকা পাকশী ঘুরে দেখতে যান।
এক পর্যায়ে তারা দুজন লালন শাহ সেতুতে উঠেন। সেতু ঘুরে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে পুনরায় ঈশ্বরদীর দিকে আসার জন্য মোড় নিতে যান। তখন পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

BBS cable ad