South east bank ad

সরকারের পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে পূজা কমিটিকে

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

সরকারের পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে পূজা কমিটিকে
এবারের দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ০১ অক্টোবর যা দেবী বিসর্জনের মাধ্যমে ০৫ অক্টোবর সমাপ্ত হবে। গত
বছর সারাদেশে ৩২,১১৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হলেও এ বছর ৩২১৬৮টি মন্ডপে পূজার প্র¯দতি
চলছে। দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের মনে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীসহ সরকারি সংশ্লিষ্ট সংস্থাসমূহ পূজার নিরাপত্তা নির্বিঘ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পূজা
উদ্যাপনকে নির্বিঘœ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট পূজা
উদযাপন কমিটিকেও সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ।
গত ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক
বৈঠকের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ৯টি নির্দেশনা প্রদান করেন। যার মধ্যে- পূজামন্ডপে আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী ছাড়াও ২৪ ঘন্টা আনসার বাহিনীর দায়িত্ব পালন, পুলিশ সদর দপ্তর এবং জেলা পর্যায়ে সার্বক্ষণিক
নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, গাড়ি প্রবেশ করতে পারবে না এমন জায়গায় পূজামন্ডপ না করা, সব
পূজামন্ডপে নিজ খরচে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন, বাধ্যতামূলক আর্মব্যান্ড পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ,
গুজব প্রতিরোধে অনলাইন মনিটরিং এবং গুজব প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা এবং আজানের সময় বাদ্যযন্ত্র না বাজানোর মতো বিষয়গুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া
হয়েছে।
দূর্গাপূজা শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনা পালনে অনেক মন্ডপের
মধ্যই অনীহা পরিলক্ষিত হচ্ছে। বেশ কিছুপূজা মন্ডপে এখন পর্যন্তস্বেচ্ছাসেবক দল গঠিত হয়নি. বসানো হয়নি
সিসি ক্যামেরা এবং ঝুঁকিপূর্ণস্থানে স্থাপন করা হচ্ছে অস্থায়ী পূজামন্ডপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা থাকা
সত্তে¡ও পূজামন্ডপগুলোর গাফিলতির কারণে নিরাপত্তা ব্যবস্থা বিঘিœত করলে যেকোনো ধরনের দুর্ঘটনার দায়ভার
সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিকেই নিতে হবে, যে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
তাছাড়া, বিভিন্ন পূজা মন্ডপের কমিটির মধ্যস্থিত অন্তঃকোন্দলের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাংচুরের মতো
ঘটনাও ঘটছে। পূজা শুরু হওয়ার পূর্বেই কমিটি বিষয়ক দ্ব›দ্বসমূহ সমাধান করে দূর্গাপূজাকে নির্বিঘœ করা প্রয়োজন।
নানা সময় ব্যক্তিগত, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যকার কিংবা স্থানীয়
মুসলমানদের সাথে দ্ব›েদ্বর বিষয়গুলোকে সাম্প্রদায়িক রূপ দিয়ে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচার করা
হয়। এ ধরনের অপপ্রচারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান
গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 
BBS cable ad