South east bank ad

কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১০ টি বসতঘর পুড়ে ছাই

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৪:২১ পূর্বাহ্ন   |   সারাদেশ

কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১০ টি বসতঘর পুড়ে ছাই
ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির সদর উপজেলার কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১০ টি বসতঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিস্ব হয়ে গেছে আবাসের এ দরিদ্র অসহায় পরিবারগুলো। 

গতকাল রোববার (২০ মার্চ)  অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ১২ লক্ষাধিক টাকার মালামালসহ ঘরগুলো পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হলেও ক্ষতিগ্রস্থদের দাবি ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কল্যানকাঠি আবাসনে ১ নং ব্রাকের আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাক চিৎকার শুরু করে এবং আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। 

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও বরিশালের ২ টি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে ততক্ষনে ওই ব্র্যাকের ১০টি ঘরের মালামালসহ ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।

কয়েকজন ক্ষতিগ্রস্থরা জানান, সকালে জীবিকার তাগিদে কাজের সন্ধ্যানে বেড়িয়ে পড়েন তারা। বিকেলে বা সন্ধ্যায় ফিরেন। কিন্তু আগুন লাগার খবরে ছুটে এসে দেখেন, তাদের শেষ আশ্রয় স্থালটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। 

সঞ্চিত সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেক জমানো টাকা, ধান ও মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। নিস্ব এ পরিবারগুলো খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়েছেন। 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সাব অফিসার সালাউদ্দিন মিয়া জানান, ঘর সংলগ্ন পেছনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। 

আগুন লাগার সময় ওই ব্যাকের ১০টি ঘরে কেহই ছিল না, ঘরগুলো তালাবদ্ধ ছিল। ঘরের লোকজন জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে ছিল বলেও জানায় ফায়ার সার্ভিস। 

ঝালকাঠি সদর  ইউএনও সাদিকুন নাহার জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে।

BBS cable ad