South east bank ad

বড়াইগ্রামে তামাক চুল্লি থেকে মহিলার মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ

বড়াইগ্রামে তামাক চুল্লি থেকে মহিলার মরদেহ উদ্ধার
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের বড়াইগ্রামে তামাক পোড়ানোর চুল্লি থেকে জাম্বিয়া খাতুন  নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার জাম্বিয়া খাতুন একই এলাকার নঈমুদ্দিন নামে এক ব্যক্তির সাথে দাদন ব্যবসা করতো। পাওনা টাকা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ তৈরী হয়। রোববার রাতে টাকা দেয়ার কথা বলে নঈমুদ্দিন মোল্লা তার বাড়িতে ডেকে নেয় জাম্বিয়াকে। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে নঈমুদ্দিনের তামাক চুল্লির ভেতরে জাম্বিয়া খাতুনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পরিবার সহ পালিয়ে যায় নঈমুদ্দিন। 

জাম্বিয়া খাতুনের মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত আব্দুর রহিম।
BBS cable ad