বিটিসিএলের অংশীজন সভায় অংশ নিলেন মোবাইল টেলিকম অপারেটররা

বাংলাদেশের সব মোবাইল টেলিকম অপারেটরের সঙ্গে বিটিসিএলের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. রফিকুল মতিনের সভাপতিত্বে সম্প্রতি এক ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন টেলিটক, গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংকের ২৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। সভায় রবি আজিয়াটার প্রতিনিধিরা বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ব্যাকবোনসহ অন্যান্য সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। গ্রামীণফোন ও বাংলালিংক শিগগিরই বিটিসিএল থেকে অপটিক্যাল ফাইবার কেবল ও টাওয়ার শেয়ারিং লিজ নিতে আগ্রহ প্রকাশ করেছে। অপটিক্যাল ফাইবার ও টাওয়ার অপারেশন মেইনটেন্যান্স সেবার মান আরো উন্নত ও টেকসই করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে সবাই গুরুত্ব আরোপ করেন।