ইন্টারনেটের উপরেই তারা নির্ভরশীল
বিডিএফএন লাইভ.কম
গায়রা গ্রাম, মধুপুর। এই গ্রামকেন্দ্রিক ৩৫০ জন ফ্রিল্যান্সার অনলাইনে কাজ করেন বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে।
কাজের মূল মাধ্যম হিসেবে ইন্টারনেটের উপরেই তারা নির্ভরশীল।
তাই নেটওয়ার্ক আরও শক্তিশালী করার জন্য সেখানে কাজ শুরু করে গ্রামীণফোন টিম।
দ্রুততম সময়ে স্থাপন করে মোবাইল টাওয়ার। গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান এবং তার টিমকে আপনজনের মতো বরণ করে নেয় গ্রামবাসী।
শুরু হয় আনন্দ উৎসব। আজ থেকে এই গ্রামগুলোতে ফ্রিল্যান্সিং চলবে 4G গতিতে।
গায়রা গ্রামের ৩৫০ জনের মতো, সারা দেশে কাজ করেন অসংখ্য ফ্রিল্যান্সার। এরাই আমাদের আগামী।
দেশের সবচেয়ে শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক নিয়ে তাদের পাশে থাকার, এখনই সময়।