শিরোনাম

South east bank ad

রাজশাহীতে পরিবর্তিত হচ্ছে কিছু টেলিফোন এক্সচেঞ্জ নম্বর

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৬:০১ অপরাহ্ন   |   বিটিসিএল

রাজশাহীতে পরিবর্তিত হচ্ছে কিছু টেলিফোন এক্সচেঞ্জ নম্বর
রাজশাহীর বাঘা, সারদা, পুঠিয়া, দুর্গাপুর ও তালাইমারী টেলিফোন এক্সচেঞ্জের নম্বর পরিবর্তন করা হচ্ছে। গতকাল রোববার ৪ জুলাই ২০২১ইং তারিখ বিটিসিএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা, সারদা, পুঠিয়া, দুর্গাপুর ও তালাইমারী টেলিফোন এক্সচেঞ্জের পুরনো ৭ ডিজিটের টেলিফোন নম্বরগুলো বিটিসিএলের এমওটিএন প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বরের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ এরই মধ্যে শুরু করা হয়েছে।
 আরও জানানো হয়, গ্রাহকদের সুবিধার্থে পুরনো ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd-তে দেওয়া আছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত গ্রাহকরা নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোনো সময় বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’-তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০২ ৫৮৮৮০০৮৮৮, ০৭২১৭৫১০৩৩ অথবা ০১৭২৩৯৬৮৭৭০ নম্বরে ফোন করতে পারবেন।
BBS cable ad