South east bank ad

৭ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্ণামেন্ট উদ্বোধন

 প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৭:৪৪ অপরাহ্ন   |   সেনাবাহিনী

৭ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্ণামেন্ট উদ্বোধন
বিডিএফএন লাইভ.কম

‘৭ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্ণামেন্ট ২০২২’ আজ শুক্রবার (১৮ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন করা হয়েছে।

গত ১৬ মার্চ ২০২২ তারিখে শুরু হওয়া তিন দিনব্যাপী আবুল খায়ের গ্রুপের এ টুর্ণামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী ও বিদেশী সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন, এসবিপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি; আবুল খায়ের গ্রুপ এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ চৌধুরী, এনডিসি (অবঃ); ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, এসপিপি; টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ); ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ); ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ) এবং আবুল খায়ের গ্রুপের উর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
BBS cable ad