South east bank ad

সেনাবাহিনী প্রধান কর্তৃক ‘ডেফোডিল ক্যাপ্টেন কাপগলফ টুর্নামেন্ট’এর পুরস্কার বিতরণ

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৮:৪৯ অপরাহ্ন   |   সেনাবাহিনী

সেনাবাহিনী প্রধান কর্তৃক ‘ডেফোডিল ক্যাপ্টেন কাপগলফ টুর্নামেন্ট’এর পুরস্কার বিতরণ
বিডিএফএন লাইভ.কম

কুর্মিটোলা গলফক্লাবের প্রেসিডেন্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ও এসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি শুক্রবার (০৫-১১-২০২১) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফক্লাবে ‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপগলফ টুর্নামেন্ট ২০২১’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে সালমান খান উইনার মেজর জাকির আহাম্মেদ রানার আপ এবং মিসেস ফাতেমা মতিউর লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য সেনাবাহিনী প্রধান শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন।

০৩-০৫ নভেম্বর ২০২১ পর্যন্ত তিন দিনব্যাপি অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ছয়শত জন গলফার অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৫ জন বিদেশি গলফার অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দেশসমুহ হলো দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ভারত, পাকিস্তান, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

সমাপনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম,এনডিসি, পিএসসি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান,ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য উর্ধতন সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
BBS cable ad