South east bank ad

সেনাবাহিনীর সমঝোতায় পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ প্রত্যাহার

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন   |   সেনাবাহিনী

সেনাবাহিনীর সমঝোতায় পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ প্রত্যাহার
বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধনীর মিরপুর-১১ তে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিও ফ্যাশনের পোশাক শ্রমিকরা। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে গার্মেন্টসে পাঠায়।  

বুধবার বেলা ১১টা ২০ মিনিটে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এর মূল সড়কের দুই পাশ বন্ধ করে রাস্তা অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ফ্যাক্টরিটি বিগত ১০-১২ বছর যৌথভাবে পরিচালনা করে আসছিল। কিন্তু এক বছর যাবত মালিকপক্ষ থেকে আলাদা হওয়ায় রিও ডিজাইন এবং রিও ফ্যাশন আলাদা হওয়ায়। রিও  ডিজাইনের মালিক আমাদের বেতনভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। গত ঈদুল ফিতর থেকে আমাদের বেতনভাতা ঠিকমতো পরিশোধ করতে পারে না। তিন-চার মাস কয়েক দফায় পরিশোধ করলেও গত জুলাই  মাসের বেতন এখনো পরিশোধ করতেনি। বর্তমানে মালিক ফ্যাক্টরিতে আসে না। তাই আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি, বেতন খুব দ্রুত পরিশোধ করতে হবে।
BBS cable ad