জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩এর শুভ উদ্বোধন
১৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজারের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার ড. উর্মি বিনতে সালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান, জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর জনাব মোঃ শরীফ উদ্দিন।