South east bank ad

কেরানীগঞ্জে ভূমিসেবা নিয়ে গণশুনানি

 প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন   |   উপজেলা প্রশাসন

কেরানীগঞ্জে ভূমিসেবা নিয়ে গণশুনানি
ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে রোববার  গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম। এসময় ভূমি সেবা সহজীকরনে উপস্থিত ভূমি মালিকরা তাদের মতামত তুলে ধরেন। 

এছাড়াও ভূমি মালিকদের নানা প্রশ্নের উত্তর দেন এসিল্যান্ড ও ইউএনও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানুনগো আমিনুল ইসলাম, সার্ভেয়ার আব্দুল মজিদ, জহির হোসেন, নাজির সোহেল রানা, নামজারী সহকারী মজিবর রহমান জয়, ভুমি সহকারী কর্মকর্তা রনজিৎ বাবু, রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি অফিসে (রাজস্ব সার্কেল দক্ষিণ) সেবা নিতে সরকারি ফি ছাড়া কেউ অতিরিক্ত টাকা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
BBS cable ad