South east bank ad

নবাবগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি, ২ জনকে কারাগারে

 প্রকাশ: ২১ মে ২০২৩, ০৩:২১ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

নবাবগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি, ২ জনকে কারাগারে
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের মাইলাইল এলাকায় কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।  


শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে আটক বেলাল ও রবিউলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি বিক্রির কাজে ব্যবহৃত ৯টি মাহেন্দ্র জব্দ করা হয়েছে।

সরকারি সড়কের ক্ষতিসহ আবাদি কৃষি জমির মাটি ভেকু দিয়ে তুলে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রির অপরাধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বেলাল হোসেন ও রবিউলকে আটক করেছে।  

প্রশাসন সূত্র জানান, বেশ কয়েক দিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি আবাদি জমির মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজে ব্যবহার করার জন্য বিক্রি করে আসছিল। খবর পেয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। 

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা  নির্বাহী  কর্মকর্তা  মতিউর রহমান বলেন, কৃষিজমি ও সরকারি সড়ক নষ্ট করা যাবে না। এতে করে  জনভোগান্তি বৃদ্ধি পাবে ও ফসল উৎপাদন কমে যাবে। 
BBS cable ad