বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আনন্দ র্যালি ও মেলার সমাপনি

দুর্গাপুর প্রতিনিধি:
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে র্যালি শেষে সরকারের নানা উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ও নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় ইউএরও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা সহকারী কমশিনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
আলোচনা শেষে মেলায় অংশগ্রহনকারীদেও মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং সাতদিন ব্যাপি মেলার সমাপনি ঘোষনা করেণ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান।