শিরোনাম

South east bank ad

বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, সাত হাজার মিটার জাল ধ্বংস

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, সাত হাজার মিটার জাল ধ্বংস
ফরিদপুরের বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় সাত হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল বুধবার ২০ অক্টোবর বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লংকারচর এলাকায় মধুমতী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, মধুমতি নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এ অভিযান চালানো হয়।

BBS cable ad