মধুখালিতে ৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল ৬০ অসহায় পরিবার

ফরিদপুরের মধুখালী উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে ৬০টি অসহায় পরিবার। গতকাল মঙ্গলবার ৫ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, পৌর আওযামীলীগের সহ-সভাপতি মো. আব্দুস সালাম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহরাব হোসেন, বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান প্রমূখ।