কাপ্তাই লেকে উচ্চ শব্দে গান বাজানোয় ৫ হাজার টাকা জরিমানা

রাঙ্গামাটিতে গতকাল শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ কাপ্তাই লেকে উচ্চ শব্দে গান বাজানো এবং নৌকার ছাদে ওঠার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা।
এসময় ভ্রাম্যমাণ আদালত উচ্চ শব্দে গান বাজানোর জন্য ৫ হাজার টাকা জরিমানা করেন। নৌকার ছাদে ওঠা এবং উচ্চ শব্দে গান বাজানোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। পর্যটক ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে লেক ভ্রমণ করতে বলা হয়।