South east bank ad

জনপ্রতিনিধিকে বাসায় টিকা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২১, ০৪:৩১ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

জনপ্রতিনিধিকে বাসায় টিকা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহীর তানোরে বাসায় গিয়ে এক জনপ্রতিনিধিকে টিকা দেওয়ায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পেয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বুধবার তিনি চিঠি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাঁসদাক বলেন, সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো একটা চিঠি তিনি পেয়েছেন। তবে সেটা ‘শোকজ’ নোটিশ কি না, তিনি এখনো খুলে দেখেননি। বার্নাবাস হাঁসদাক ঘটনার দিনই স্বীকার করেছিলেন, ওই জনপ্রতিনিধির জরুরি কাজ ছিল বলে তিনি এই সহযোগিতাটা করেছেন।

মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদকে তাঁর সরকারি বাসভবনে গিয়ে টিকা দেওয়া হয়। অনিয়ম হলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের দুজন কর্মী সেখানে গিয়ে টিকা দিয়ে আসেন। এই টিকা দেওয়ার ছবিটি ফেসবুকে ছড়িয়ে (ভাইরাল) পড়ে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব দিলে তখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
BBS cable ad