তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের ২য় দিন

সারাদেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা প্রদান কার্যক্রম গতকাল শনিবার (৭ আগস্ট) বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগর ইউনিয়নে উদ্বোধন করা হয়।
ধারাবাহিকভাবে আজ ২য় দিন রবিবার (৮ আগস্ট) সকালে বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া ও শালবাহান ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
আজ উক্ত ৪টি ইউনিয়নের ২,৪০০ জন ব্যক্তিকে কোভিড-১৯ টিকা (১ম ডোজ) প্রদান করা হবে।