তেঁতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৭ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধাকে টিকা প্রদানের মাধ্যমে এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
আজকে ৩টি ইউনিয়নের (বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগর) ১৮০০ জন ব্যক্তিকে কোভিড-১৯ টিকা (১ম ডোজ) প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়।