South east bank ad

বরিশালের গৌরনদীতে বাল্যবিবাহের আয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৩:২৯ পূর্বাহ্ন   |   উপজেলা প্রশাসন

বরিশালের গৌরনদীতে বাল্যবিবাহের আয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক এস.এস.সি পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে লকডাউন, স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করাসহ মুচলেকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। 

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস এই দন্ডাদেশ দেন। তিনি জানান, সিংগা গ্রামের নুরুল হক হাওলাদার তার স্কুল পড়ুয়া মেয়ের (১৬) সাথে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের খলিলুর রহমান খলিফার ছেলে এনামুল খলিফার (২৫) বিয়ের আয়োজন করেন। 

কনের বাবা নুরুল হক হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেয়ার মুচলেকা আদায় করা হয় বলে জানান বিপিন চন্দ্র বিশ্বাস। 

এদিকে, কনের বাড়িতে আদালতের অভিযানের খবর পেয়ে বর পক্ষ ওই বিয়ের অনুষ্ঠানেই যায়নি বলে জানিয়েছে গ্রামবাসী।
BBS cable ad