শিরোনাম

South east bank ad

GPAY ব্যবহার করে যেকোনো যায়গায় যেকোনো সময় তিতাস এর গ্যাস বিল পেমেন্ট

 প্রকাশ: ৩১ মে ২০২১, ০৯:৩২ অপরাহ্ন   |   তিতাস

GPAY ব্যবহার করে যেকোনো যায়গায় যেকোনো সময় তিতাস এর গ্যাস বিল পেমেন্ট

কোথাও আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না! GPAY ব্যবহার করে যেকোনো যায়গায় যেকোনো সময় TITAS –এর গ্যাস বিল পেমেন্ট করুন! গ্রামীণফোন গ্রাহকরা GPAY অ্যাপের মাধ্যমে অথবা অনুমোদিত GPAY এজেন্ট পয়েন্টের মাধ্যমে তাদের TITAS (তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) বিল পেমেন্ট করতে পারবেন।

সুবিধাসমূহ:

যেকোনো জায়গা থেকে বিল পেমেন্ট করুন (প্রতিদিন ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন) এই সুরক্ষিত সার্ভিসটি গ্রামীণফোন এবং TITAS -এর দ্বারা যৌথভাবে পরিচালিত ্ GPAY অনুমোদিত এজেন্ট এবং গ্রামীণফোন সেন্টার সার্ভিসটি সরবরাহ করছে।   লেনদেনের জন্য রয়েছে তাৎক্ষণিক SMS এবং GPAY অ্যাপ থেকে স্টেটমেন্ট ডাউনলোড করার সুবিধা
শর্তাবলী

গ্রাহকগণ GPAY ওয়ালেটের মাধ্যমে তাদের মান্থলি বিল পেমেন্ট করতে পারবেন । 
গ্রাহকগণ গ্রামীণফোন সেন্টার, গ্রামীণফোন এক্সপ্রেস এবং গ্রামীণফোন সম্পর্কিত বিল-পে সেন্টারের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। 
গ্রাহকগণ GPAY অ্যাপ ব্যবহার করে অথবা USSD-এর মাধ্যমে *777# ডায়াল করে  GPAY ওয়ালেটে রেজিস্ট্রেশন করতে পারবেন। GPAY অ্যাপ Google Play এবং App Store –এ পাওয়া যায়  
 শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকগণই GPAY দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন
অ্যাপ দিয়ে পেমেন্টের ক্ষেত্রে

স্টেপ-১: GPAY অ্যাপে GAS সিলেক্ট  করুন
স্টেপ-২: TITAS সিলেক্ট করুন
স্টেপ-৩: প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit চাপুন
স্টেপ-৪: বিল সিলেক্ট করে কনফার্মেশনের জন্য পিন নম্বর দিন
স্টেপ-৫: পেমেন্ট সম্পূর্ণ হলে পেমেন্ট কনফার্মেশন SMS এবং পপআপ ম্যাসেজ পাবেন
BBS cable ad