South east bank ad

নাটোরে জুনিয়র টেনিসের শুভ সূচনা

 প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন   |   খেলা

নাটোরে জুনিয়র টেনিসের শুভ সূচনা
নাটোর টেনিস ক্লাবের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রথমবারের মত জুনিয়র টেনিস প্রোগ্রাম, নাটোরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আবু নাছের ভূঁঞা বলেন যে, শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করতে, স্মার্টফোনের আসক্তি কমিয়ে, শিশু কিশোরদের ফিজিক্যালি ফিট, স্মার্ট সিটিজেন তৈরিতে ভূমিকা রাখতে টেনিস খেলার প্রতি আগ্রহ তৈরিতে জুনিয়র টেনিস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশুদের ঘরমুখী প্রবণতা হ্রাস করে, খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে জুনিয়র টেনিস প্রোগ্রাম সময়োপযোগী ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় প্রশিক্ষক গণের পাশাপাশি বিকেএসপির প্রশিক্ষিত প্রশিক্ষক এ প্রোগ্রামে সর্বমোট ৫০ জন শিশু-কিশোরদের টেনিস প্রশিক্ষণ প্রদান করবে।

তাছাড়া টেনিস প্রোগ্রামের কার্যক্রম সহজতর করার স্বার্থে জেলা প্রশাসক, নাটোর টেনিস খেলার সরঞ্জাম প্রদান করেন।

 ১ জুন, ২০২৩ সন্ধ্যা ৫ টায় নাটোর শহরের কান্দিভিটুয়াস্থ নাটোর টেনিস ক্লাব মাঠে জুনিয়র টেনিস প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু নাছের ভূঁঞা, জেলা প্রশাসক, নাটোর।

 এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সামিউল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),জনাব মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নাটোর,জনাব শরিফুল ইসলাম রমজান, উপজেলা চেয়ারম্যান, নাটোর সদরসহ বর্তমান ও প্রাক্তন টেনিস খেলোয়াড়গন ।

 ফেডারেশন(BTF)এবং আন্তর্জাতিক টেনিস ফেডারেশন(ITF) এর সহযোগিতায় নাটোর জেলার টেনিস খেলার প্রসারে ভূমিকা পালন করার ব্যাপারে সকলে গুরুত্বারোপ করেন। এছাড়া জেলা প্রশাসক স্মার্ট সিটিজেন গড়ার স্বার্থে নাটোর হেলথ ক্লাব গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
BBS cable ad

খেলা এর আরও খবর: