জমকালো আয়োজনে পর্দা উঠলো বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের

বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে ভালো কাবাডি খেলোয়াড় তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩।
বৃহস্পতিবার বিকালে গুলিস্তানে বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম নড়াইল জেলা পুলিশের নারী কাবাডি দলের ম্যাচ দিয়ে শুরু হয় এই চ্যাম্পিয়নশিপের যাত্রা। এতে মোট ১৪টি পুরুষ ও ৪টি নারী দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।