South east bank ad

মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন   |   বিমানবাহিনী

মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি কমিশন প্রদান অনুষ্ঠান বুধবার (২৬-০৩-২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো: শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে ০৭ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার এবং ০৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন:- মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: রফিকুল ইসলাম, আর্মামেন্ট ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: হুমায়ুন কবির, বিপিপি, সেক্রেটারিয়াল এসিস্ট্যান্ট (জেনারেল ডিউটিস), মাস্টার ওয়ারেন্ট অফিসার দেওয়ান আলী, বিপিপি, এয়ারফ্রেম ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাচ্চু মিয়া, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার চৌধুরী নিজাম উদ্দীন আহমেদ, ফ্লাইট ইঞ্জিনিয়ার, মাস্টার ওয়ারেন্ট অফিসার সোহেল মিয়া, বিপিপি, ইঞ্জিন ফিটার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম, চিকিৎসা সহকারী। অনারারি ফ্লাইং অফিসার হতে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন:- অনারারি ফ্লাইং অফিসার মো: নজিমুল হক, বিপিপি, রেডিও ফিটার, অনারারি ফ্লাইং অফিসার খোন্দকার মো: বদিউল আলম, ইঞ্জিন ফিটার ও অনারারি ফ্লাইং অফিসার মো: শহীদুল ইসলাম, ফ্লাইট ইঞ্জিনিয়ার। 

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৫ তারিখ হতে কার্যকর হবে। 

BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: