South east bank ad

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ধর্ষণ : মোস্তাক ডাকাতসহ গ্রেফতার

 প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০২:০৩ অপরাহ্ন   |   র‍্যাব

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ধর্ষণ : মোস্তাক ডাকাতসহ গ্রেফতার
বিডিএফএন লাইভ.কম

পুলিশ পরিচয়ে কক্সবাজার আদালতপাড়া থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণের মামলার প্রধান আসামিসহ তিনজনকে দশটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে মামলার দুই নম্বর আসামি পুলিশ পরিচয়দানকারী মো. রাসেল এখনও অধরা।

গত শুক্রবার (২৫ মার্চ) রাতে নবগঠিত ঈদগাঁও উপজেলার নাপিতখালী থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৯টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (২৬ মার্চ) কক্সবাজারে র‌্যাব-১৫ এর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ঈদগাঁওয়ের ফকিরাবাজার এলাকার ফিরোজ আহমদ ওরফে মোস্তাক ডাকাত, নুরুল ইসলাম ও শরীফ ওরফে শরীফ কোম্পানি। তাদের মধ্যে ফিরোজ ও শরীফ উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবং ডজনখানেক মামলার আসামি বলে র‌্যাব জানিয়েছে।

তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, চাঁদাবাজি, পাহাড় কাটা, বনের গাছ কেটে বিক্রি, পরিবেশ ধ্বংস, হত্যা-ধর্ষণ, অপহরণ, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র‌্যাব-১৫ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শীর্ষ ডাকাত মোস্তাক ও শরীফ বিভিন্ন অপরাধের হোতা। তারা দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গত ১৪ মার্চ কক্সবাজার আদালত চত্বর থেকে ফিরোজ ও শরীফের নেতৃত্বে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: