South east bank ad

আন্ত:জেলা ডাকাত দল গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

 প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৮:৩৮ অপরাহ্ন   |   র‍্যাব

আন্ত:জেলা ডাকাত দল গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার
বিডিএফএন লাইভ.কম

গত ২১মার্চ রাতে গাছা থানাধীন কুনিয়া পশ্চিমপাড়া মদিনা মসজিদ সংলগ্ন রুপ মিয়া সুপার মার্কেটের সিকিউরিটি গার্ডকে জিম্মি করে মােঃ আক্তার হােসেন (৩৫) এর বিউটি জেনারেল স্টোর প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা ৮/১০ ডাকাত নিজেদেরকে RAB পরিচয় দিয়ে অভিযানের কথা বলে তালা ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে নগদ বিশ হাজার টাকা এবং বিভিন্ন কোম্পানীর অনুমান চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে গাছা থানার মামলা নং-২৫, তাং- ২১/০৩/২০২২, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, বিপিএম, পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুরের নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগ মােহাম্মদ ইলতুৎ মিশ স্যারের তত্ত্বাবধানে গাছা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একাধিক টিম মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযানে কাজ শুরু করে। দোকানের এবং রাস্তার সিসি ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির সহায়তা এবং গােয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট ডাকাতিতে সক্রিয় অংশগ্রহণ এবং লুন্ঠিত মালামাল

হেফাজতে রাখা ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আসামী মােঃ হেমায়েত হােসেন ইমন @ হিমু (৩৫), পিত-নিজাম উদ্দিন খান, মাতা- মৃত বেদেনা পারভীন, সাং- ছােট গৌউরী, থানা ও জেলা- বরগুনা এ/পি- আমবাগীচা, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, মােঃ শহীদ হাওলাদার (৪৪), পিতা- মৃত আক্কাস আলী হাওলাদার, মাতা- কহিনুর বেগম, সাং- দক্ষিন কাকড়া বুনিয়া, থানা ও জেলা- পিরােজপুর এ/পি- তিস্তার গেইট, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, আল আমিন @ মনির হােসেন (৫৫), পিতা- মৃত আমিন হােসেন, মাতা- সুফিয়া খাতুন, সাং- করুচিয়া, থানা ও জেলা- ফেনী এ/পি- আউচপাড়া, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, শাহজাহান @ সাজু @ কোটি (৩০), পিতা- আব্দুর রশিদ, মাতা- তায়রা বেগম, সাং- কচুয়াখালী, থানা- লালমােহন, জেলা- ভােলা এ/পি- সাভার বক্তারপুর, থানা- সাভার, জেলা- ঢাকা, মােঃ আল আমিন (৩৫), পিতা- মােঃ হেমায়েত হােসেন, সাং- বড় তালেশ^র, থানা- বামনা, জেলা- বরগুনা এ/পি- দত্তপাড়া (আশরাফ খানের বাড়ীর ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, মােসাঃ মিতু (৩৫), স্বামী- মােঃ খােরশেদ আলম, সাং- মধ্য হােসনাবাদ, থানা-গৌরনদী, জেলা- বরিশাল এ/পি- দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন (রহিমার বাড়ীর ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, মােঃ হাবিবুর রহমান (৪৫), পিতা- মৃত আঃ রব, সাং- মধ্য হােসনাবাদ, থানা- গৌরনদী, জেলা- বরিশাল এ/পি- এরশাদ নগর ৩নং ব্লক, বেরিবাঁদ, থানা- টঙ্গী পূর্ব,গাজীপুর মহানগর, গাজীপুরদের গ্রেফতার করা হয়। 

তাদের হেফাজত হতে লুন্ঠিত নগদ আট হাজার পাঁচশত টাকা, Hollywood ব্র্যান্ডের ৩৭৪ প্যাকেট, Derby ব্র্যান্ডের ১২১ প্যাকেট, Navy ব্র্যান্ডের ৬৯ প্যাকেট, Royals ব্র্যান্ডের ৩৮ প্যাকেট, Benson ব্র্যান্ডের ৩৬ প্যাকেট, Star ব্র্যান্ডের ৩০ প্যাকেট, Lucky Strike ব্র্যান্ডের ২৯, প্যাকেট Pilot ব্র্যান্ডের ২০ প্যাকেট, Gold Leaf ব্র্যান্ডের ১৪ প্যাকেট, Sheikh ব্র্যান্ডের ৭ প্যাকেট, LD ব্র্যান্ডের ৬ প্যাকেট সিগারেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ন- ২১-৪৫৯৮ উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত ডাকাতরা আন্ত:জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কৌশল অবলম্বন করে ডাকাতি
করে আসছে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: