South east bank ad

রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৪৩ অপরাহ্ন   |   র‍্যাব

রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
রাজধানীর সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকা হতে ৩১৭টি অবৈধ ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ও বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ৩০ অক্টোবর হতে অদ্য ৩১অক্টোবর আনুমানিক ভোর রাত ৩ টা পর্যন্ত র‌্যাব-১০ বিটিআরসি’র সহযোগিতায় সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় ওয়াকি-টকি সেটের অবৈধ আমদানি, মজুত, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, ইজারা, ইত্যাদি প্রতিহত করার লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে অবৈধ ৩১৭ টি বিভিন্ন প্রকার ওয়াকি-টকি সেট, ১১৬ টি মোবাইল ও ৫,২৪৪ টি বিভিন্ন প্রকার একসেসরিস জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। বর্ণিত অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল সমূহ থেকে মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম  ১। মেহেদী হাসান (২৭), ২। মোঃ সাদিক হাসান (২৬), ৩। মোঃ ফয়সাল (২৩), ৪। তালিবুর রহমান (২৪) ও ৫। মোঃ ফারুক হাসান (৫৯) বলে জানা যায়। 

যার মধ্যে আসামী মেহেদী হাসান (২৭) নিকট হতে ২২৪টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট, আসামী মোঃ ফারুক হাসান এর নিকট হতে ৩০টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট এবং পলাতক আসামী গোলাম মোহাম্মদ ফেরদৌস এর বাসা থেকে ৬৩টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: