South east bank ad

সারাদেশে দালাল ধরতে একযোগে র‍্যাবের অভিযান

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০২:২২ পূর্বাহ্ন   |   র‍্যাব

সারাদেশে দালাল ধরতে একযোগে র‍্যাবের অভিযান

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দেশজুড়ে একযোগে এ অভিযান শুরু করে র‍্যাবের ১৫ টি ব্যাটালিয়ন।

সারাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়, পাসপোর্ট অফিস ও হাসপাতালে দালালদের ধরতে একযোগে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সকাল থেকে সারাদেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নেমেছে। পাসপোর্ট অফিস, বিআরটিএ কার্যালয়, সরকারি হাসপাতালসহ যেখানে দালারদের দৌরাত্ম্য সেখানেই অভিযান পরিচালনা করছে র‍্যাব। অভিযানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

এরই মধ্যে ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে র‍্যাব-১০।

পৃথক অভিযানে ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় অভিযান চালিয়ে করে ৩০ দালাল আটকসহ আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ১৫ দালালকে আটকের খবর পাওয়া গেছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: