South east bank ad

ময়মনসিংহের শ্যামগঞ্জে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:২০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ময়মনসিংহের শ্যামগঞ্জে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাসেল আহমেদ( ময়মনসিংহ) :

ময়মনসিংহের শ্যামগঞ্জে ৩ লাখ ২০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে র‍্যাব-১৪। 

এসময় নকল ব্যান্ডরোলযুক্ত হান্নান বিড়ি বিক্রি করার অভিযোগে আঃ হান্নান (৫০) নামে একজন ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

শ্যামগঞ্জ উপজেলার সদরের একটি বাজারে এই অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৪।

র‍্যাব-১৪'র অভিযান সুত্র জানায়, আঃ হান্নান নামে এক বিড়ি ব্যবসায়ী শ্যামগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির জন্য তৈরি করে এসেছে দীর্ঘদিন যাবৎ। এমন সংবাদ পেয়ে র‍্যাব-১৪'র একটি দল অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার নকল বিড়িসহ হান্নানকে আটক করে। 

পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে ওই বাজারে বড় বড় দোকানে অভিযান চালায় র‍্যাব-১৪'।

এই অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৪'র মেজর শিশির আহমেদ এবং ল্যান্স কর্পোরাল আবু রায়হান ও তার সংগীয় র‍্যাব-১৪'র সদস্যরা।

এ সময় র‌্যাব-১৪  দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান। সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এ সময় দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান।

সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: