South east bank ad

র‍্যাব-১২ এর পৃথক দুই অভিযানে ফেনসিডিল এবং হেরোইনসহ গ্রেফতার শীর্ষ তিন মাদক কারবারী

 প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৪:১০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‍্যাব-১২ এর পৃথক দুই অভিযানে ফেনসিডিল এবং হেরোইনসহ গ্রেফতার শীর্ষ তিন মাদক কারবারী

মহামারীর এ সময়টাতেও থেমে নেই মাদকের কারবার। করোনাভীতি যেনো একটুও ছুঁতে পারেনি মাদক ব্যবসায়ীদের। নিত্যনতুন কৌশলে চলছে মাদক বহন ও ক্রয়-বিক্রয়। 

বৃহস্পতিবার (১৫ জুলাই, ২০২১) দুপুরে মাদক অভিযানে নেমে তেমনই এক মাদকের চালান আটক করে র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (১৫ জুলাই, ২০২১) একটি গোয়েন্দা তথ্য আসে, মাদকের একটি বড় চালান বহন হচ্ছে বগুড়ার শাহজাহানপুর এলাকা দিয়ে। সে অনুযায়ী বগুড়ার শাহজাহানপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম। শুরু হয় একটার পর একটা মিনিট্রাক তল্লাশি। কিন্তু কাঙ্খিত সেই মাদকবাহী ট্রাকের দেখা মিলছিল না।

এক পর্যায়ে র‌্যাবের তল্লাশির ফাঁদে ধরা পরে একটি মিনিট্রাক। শেষে মিনিট্রাক থেকে উদ্ধার করা হয় ৩৪০ বোতল ফেনসিডিল।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৫ জুলাই,২০২১) পাবনার সাথিয়া এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে গ্রেফতার করা হয় ০১ মাদক কারবারীকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়  ০৯ গ্রাম হেরোইন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: