South east bank ad

রাঙ্গুনিয়ায় সড়কের পাশের পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১০:৩৩ অপরাহ্ন   |   র‍্যাব

রাঙ্গুনিয়ায় সড়কের পাশের পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়কের পাশে বসা একটি পশুর হাট তুলে দিয়েছে প্রশাসন। উপজেলার পোমরা ইউনিয়নে শান্তিরহাট এলাকায় সড়কের পাশে বসেছিল হাটটি। মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউন কার্যকরে অভিযান চালানোর সময় সরকারি নির্দেশনা অমান্য করায় শান্তিরহাট পশুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ইজারা গ্রহীতার সহযোগীকে জরিমানা করার পাশাপাশি যথাযথ অনুমতি ব্যতিরেকে রাস্তার ধারে পুনরায় হাট না বসাতে কঠোরভাবে সতর্কবার্তা দেওয়া হয়।

এর আগে সোমবার রোয়াজারহাট গরুর বাজারেও অভিযান চালিয়ে বাজার বন্ধ করে দেওয়াসহ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, ‘চলমান বিধিনিষেধ অমান্য করে সড়কের ধারে এবং অনুমোদন ছাড়া কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। যেসব বাজার অনুমোদন সাপেক্ষে বসবে এসব হাটেও জনসমাগম করা যাবে না এবং সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বসাতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: