রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলির ঘটনায় অস্ত্রসহ শফিক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় আলোচিত শফিকুল ইসলাম শফিককে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে ডিএমপির সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার শফিকুল (৩৬) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার বাসিন্দা।
তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
র্যাব আরো জানায়, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করে শফিক ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় লোকমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই এলাকায় একটি খাবারের হোটেল পরিচালনা করতেন।


