South east bank ad

রংপুরে হত্যা মামলার আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন   |   র‍্যাব

রংপুরে হত্যা মামলার আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার


রংপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার অভিযোগে করা মামলার ঘটনায় র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে।  

রবিবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

র‌্যাব জানায়, ভিকটিম খালেকুজ্জামান (৪০) এবং আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩১ অক্টোবর সকালে খালেকুজ্জামান দাদির কবরের মাটি সরানোর বিষয় নিয়ে আসামিগণের সাথে কথা বলার এক পর্যায়ে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে লাঠি ও লোহার রড দ্বারা মাথায় সজোরে আঘাত করে। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে হাসপাতালের আইসিইউতে প্রেরণ করেন। পরদিন ১ নভেম্বর সকালে তিনি মরা যান। 

এই ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলো। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এবং র‌্যাব -১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামি লেবু মিয়া (৪০)কে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে। লেবু মিয়া তারাগঞ্জ উপজেলার কসামাত মেনানগর এলাকার আব্দুল জব্বারের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: