গুলশানে বিপুল বিদেশি মদসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর গুলশানের একটি বারে অভিযান চালিয়ে ৬৭ লক্ষাধিক টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গুলশান এভিনিউয়ের 'ব্লিজ আর্ট লাউঞ্জ' নামের ওই বারটিতে অভিযান চালায় গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– সৈয়দ আসিফ, রাকিব খান, তানভির আহম্মেদ, নয়ন চক্রবর্তী, বেল্লাল হাওলাদার, মো. জহিরুল ইসলাম, সাগর নকরেক, সাইফুল ইসলাম রকি ও মেহেদী হাসান শিকদার।
শুক্রবার গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকার Bliss Art Lounge Ltd. Restaurant & Bar কর্তৃপক্ষের দেশীয় মদ কেরু অ্যান্ড কোম্পানীর অনুমোদিত ৫টি ব্যান্ডের বিক্রয়ের কথা থাকলেও তারা অবৈধভাবে বিদেশি নানা ব্রান্ডের মদ মজুদ করে বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মোট ৮৬৬ বোতল বিদেশী মদসহ ৯ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৯১ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে।


