শিরোনাম

South east bank ad

পশ্চিম তীর যুক্ত করতে ইসরায়েলে বিল অনুমোদন, বাংলাদেশের নিন্দা

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন   |   সরকার

পশ্চিম তীর যুক্ত করতে ইসরায়েলে বিল অনুমোদন, বাংলাদেশের নিন্দা

 
ফিলিস্তিনের পশ্চিম তীরে অধিকৃত অঞ্চলের ওপর তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে দেশটির পার্লামেন্টে সম্প্রতি একটি বিল প্রাথমিকভাবে অনুমোদন করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রাসঙ্গিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে রেজোলিউশন ২৩৩৪ এর স্পষ্ট লঙ্ঘন করে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল তার বেআইনি দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করে যে, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। গত ২২ অক্টোবর জারি করা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতামতকেও স্বাগত জানায় ঢাকা, যা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলিকে তুলে ধরে, যার মধ্যে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার ওপর যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা অন্তর্ভুক্ত।


বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করে, যার মধ্যে রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
BBS cable ad

সরকার এর আরও খবর: