শিরোনাম

South east bank ad

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা যাচ্ছে সুপ্রিম কোর্টে

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন   |   বিচার বিভাগ

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা যাচ্ছে সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের হাতে যাবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা জানান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ নীতিগত অনুমোদন হয়েছে। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্ততন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, পদায়ন, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সব কিছু সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে চলে যাবে। আর সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কী কী খাতে তারা উন্নয়ন করবে, কী কী পদ সৃজন করবে এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে।

এই অধ্যাদেশ নিয়ে উপদেষ্টা পরিষদে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, কিছু কিছু বিষয় আরও আলোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যেহেতু এর সঙ্গে আর্থিক সংশ্লেষ রয়েছে অবশ্যই অর্থ উপদেষ্টার একটা মতামতের প্রয়োজন রয়েছে। এই আইনটা করার সময় সেই মতামতটা নেওয়া হয় নাই। জনপ্রশাসনের সঙ্গে কনসালটেশন করার প্রয়োজন রয়েছে। সেই আলোচনার পর আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: