ডিএমপির প্রসিকিউশন বিভাগের নতুন ডিসি আশিস
ঢাকার মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে পদায়ন করা হয়েছে। বর্তমানে তিনি ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের ডিসির দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়েছে।
এদিকে একই আদেশে ঢাকার মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মো. তারেক জুবায়েরকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং ক্রাইম বিভাগের ডিসি মো. মনিরুল ইসলামকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে ডিসি হিসেবে বদলি করা হয়েছিল।


