শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১০৫ বস্তায় ৫,১৪৫ কেজি ভারতীয় চিনিসহ একটি ট্রাক উদ্ধারঃ
অদ্য ০৫/১১/২০২৪ খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনর্চাজ দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টার্চায্য রাজন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) জয়ন্ত চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ সিয়েরা-৬১ ডিউটি করাকালে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমনগরস্থ বিসিক শিল্পনগরী এর প্রবেশ পথে (মর্ডান) সামনে সিলেট- তামাবিল পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকার সময় সিলেট শহরের দিকে আসা একটি ট্রাক পুলিশের চেকপোষ্ট দেখতে পেয়ে রাস্তার পাশে ট্রাক থামিয়ে ড্রাইভারসহ ট্রাক আরোহী অপর একজন ব্যক্তি ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া হাইড্রোলিক ট্রাকটি হলুদ ও নীল রংয়ের।
ট্রাকটির সামনে দিকে সংযুক্ত একটি নাম্বার প্লেট যাতে সিলেট-মেট্রো-১১-০১৫৯ লিখা এবং ট্রাকটির পিছনে ত্রিপল দিয়ে মোড়ানো ১০৫ বস্তা ভারতীয় চিনি। প্রতি বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR, SAHYADRI SSK LTD, YESHWANTNAGAR, KARAD, MAHARASHTRA, INDIA Ges SHRI CHHATRAPATI SSK LTD, BHAVANINAGAR, INDAPUR, DIST, PUNE সহ অন্যান্য লিখা আছে, প্রতিটি বস্তার ওজন ৪৯ কেজি করে মোট (৪৯×১০৫)= ৫,১৪৫ কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনি অনুমান মূল্য ১২০ টাকা করে (৫,১৪৫×১২০)=৬,১৭,৪০০/-(ছয় লক্ষ সতের হাজার চারশত) টাকা উদ্ধারপূর্বক ০৫/১১/২০২৪খ্রিঃ তারিখ ১৩.৪০ ঘটিকায় বিধি মোতাবেক জব্দ করেন। উক্ত ঘটনায় শাহপরাণ (রহ:) থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।