South east bank ad

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণা, গ্রেপ্তার ৬

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন   |   পুলিশ

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণা, গ্রেপ্তার ৬

পুলিশের কনস্টেবল পদে ৬ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মাগুরা সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর সদরের মেহেদী হাসান শিকদার (২৭), মাগুরা সদরের মো. বাবলু মল্লিক (৩৮), নকলা এলাকার মো. কবির হোসেন (৩৯), গোপালগঞ্জের কাশিয়ানীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য (কর্পোরাল সেনা নং-২৪০৫৮১৮) মো. মিরাজুল ইসলাম (৫৬), মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকার মো. রাসেল শেখ (২৮) ও মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের মো. হাবিবুর রহমান (৪৫)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ৬৭ হাজার টাকা, একটি কালো রংয়ের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি, অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. মিরাজুল ইসলামের নিজ নামে লাইসেন্সকৃত একটি শটগান ও ৪ রাউন্ড গুলি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

মোছা. পলি বেগম নামে এক নারী তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা করেছেন। অভিযোগে তিনি বলেন, আসামি ও তাদের সহযোগীরা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এপিএস ও নিরাপত্তা প্রহরী ও গানম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেবেন বলে তারা টাকা হাতিয়ে নেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররা চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

BBS cable ad