সহকারী পুলিশ কমিশনার সোহেল রানাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে ডিএমপির সদর দফতরে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তার নামের পার্শ্বে উল্লিখিত স্থানে বদলী করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।