সাবেক মেয়র আতিক গ্রেফতার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৮ আগস্ট রাজধানীর ডিএনসিসির নগর ভবনে গিয়ে জনগণের তোপের মুখে পড়েন আতিকুল ইসলাম। ঐ সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।
এরপর ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।