শিরোনাম

South east bank ad

প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপনের কাজও দ্রুত বাস্তবায়ন জরুরি : এফবিসিসিআই সভাপতি

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৭ অপরাহ্ন   |   অন্যান্য

প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপনের কাজও দ্রুত বাস্তবায়ন জরুরি : এফবিসিসিআই সভাপতি
সোশ্যাল কমপ্ল্যায়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
গতকাল ৬ সেপ্টেম্বর ২০২১ইং সোমবার  প্লাস্টিক অ্যাসোসিয়েশন অফিসে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি সোশ্যাল কমপ্ল্যায়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
এছাড়া ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)EC4J প্রকল্প, মো. হাফিজুর রহমান।

বর্তমানে প্লাস্টিক শিল্প এমন একটি বড় শিল্পখাত যেখানে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। লোহা ও কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় এ খাতের উৎপাদনও প্রতিনিয়ত বাড়ছে। 
দেশে এখন প্লাস্টিক বর্জ্য থেকে ফেব্রিক্স তৈরি করা হচ্ছে। টেক্সটাইলের প্লাস্টিক টেকনোলজি সেন্টার স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন মনে করেন, প্রস্তাবিত প্লাস্টিক শিল্প নগরী স্থাপনের কাজও দ্রুত বাস্তবায়ন জরুরি। 
এছাড়া এলডিসি গ্রাজুয়েশনের ফলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এখনি প্রস্তুতি নিতে হবে। 
এজন্য আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নতুন নতুন পরিবেশ বান্ধব ও টেকসই পণ্য বাজারে আনতে হবে।
বাংলাদেশে এখনও প্রশিক্ষিত লোকবলের অভাব রয়েছে। জুনিয়র পর্যায়ের পাশাপাশি মাঠ পর্যায়ের অফিসারদেরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রূপান্তরিত করা প্রয়োজন। 

BBS cable ad