শিরোনাম

South east bank ad

কাতারে ইসরায়েলের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

কাতারে ইসরায়েলের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কাতারের ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে কাতার সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করেছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতারের ইসরায়েলের সামরিক আগ্রাসনের দ্যার্থহীন নিন্দা জানায় বাংলাদেশ সরকার।
ইসরায়েলের এই কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েল বিনা প্ররোচনায় বেআইনিভাবে হামলা চালিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞার আরেকটি ইঙ্গিত। এই ধরনের কর্মকাণ্ড শান্তি ও নিরাপত্তার প্রতি বিশ্বব্যাপী প্রচেষ্টাকে দুর্বল করে।

এতে আরো বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

BBS cable ad