শিরোনাম

South east bank ad

চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রশিদ ফের গ্রেপ্তার

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন   |   দেশ

চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রশিদ ফের গ্রেপ্তার

চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে (৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তারকে আজ আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, আকিজ গ্রুপের মোটা অংকের টাকা আত্নসাতের মামলাসহ ১৯টি মামলার পরোয়ানা ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুর রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল সমিতির সভাপতি। তিনি দেশের চাল সিন্ডিকেটের মূলহোতা বলে অভিযোগ রয়েছে। তার ইশারাতেই দেশে চালের দাম উঠানামা করত বলে জানা গেছে।

এর আগে ২০২৩ সালের ১৬ নভেম্বর কুষ্টিয়া শহর থেকে রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের একটি মামলায় আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছিল।
তিনি রশিদ এগ্রো লিমিটেডসহ কয়েকটি গ্রুপ কম্পানির স্বত্ত্বাধিকারী।

BBS cable ad