শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত মান্যবর রাশিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত মান্যবর রাশিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ


অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার), সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত Mr. Alexander Grigoryevich Khozin বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং  সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, এ সময় রাশিয়ার Mil, Air & Naval Attache Colonel Pavel V. Ivashinnikov  এবং Asst Mil, Air & Naval Attache Lieutenant Colonel khamit khalikov উপস্থিত ছিলেন।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: