শিরোনাম

South east bank ad

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন   |   দেশ

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে দর্শনা মোড় থেকে মডার্ন মোড় মহাসড়কের পশ্চিম পাশে শুঁটকির আড়ত সংলগ্ন একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহাজান আলী বলেন, ‘অভিযান পরিচালনাকালে শুঁটকির আড়তের পাশে বাউন্ডারিওয়ালা একটি নির্জন বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে তাজহাট থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা এখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ধারণা করছি, কোনো সংঘবদ্ধ চক্র নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এগুলো মজুদ করেছিল।

এদিকে স্থানীয় বাসিন্দারা হঠাৎ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন। শুঁটকির আড়ৎ এলাকার পানের দোকানদার শামিম মিয়া বলেন, ‘এলাকাটা রাতে প্রায় নির্জন থাকে। মাঝে মাঝে সন্দেহজনক লোকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। এতগুলো বন্দুক এখানে পাওয়া যাবে, আমরা তা ভাবতেও পারিনি।

BBS cable ad