South east bank ad

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষেনৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন   |   নৌবাহিনী প্রধান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষেনৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত
আগামী ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিন্মোক্ত স্থানে সকাল ১২টা হতে বিকাল ৪ টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

জেলা স্থানসমূহ জাহাজের নাম

ঢাকা সদর ঘাট, ঢাকা বানৌজা চিত্রা 
নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ বানৌজা অতন্দ্র 
চট্টগ্রাম নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম বানৌজা সমুদ্র অভিযান
খুলনা     বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা বানৌজা অপরাজেয়
মোংলা দিগরাজ নেভাল বার্থ বানৌজা ধলেশ্বরী
বরিশাল মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল বানৌজা পদ্মা
চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর বানৌজা শহীদ ফরিদ

BBS cable ad

নৌবাহিনী প্রধান এর আরও খবর: