শিরোনাম

South east bank ad

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি রফিকুল ইসলাম মারা গেছেন

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি রফিকুল ইসলাম মারা গেছেন

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম মারা গেছেন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সন্তান রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর ১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন। সর্বশেষ গত জুলাই থেকে বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

BBS cable ad