শিরোনাম

South east bank ad

কুসিকের পঞ্চম প্রশাসক শাহ আলম

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

কুসিকের পঞ্চম প্রশাসক শাহ আলম

কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক পদে যোগদান করেছেন সরকারের যুগ্ম সচিব মো. শাহ আলম। রবিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি নগর ভবনে আসেন। এসেই তিনি নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।
তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পঞ্চম প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

রবিবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১-এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

তিনি এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার আগে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) পরিচালক সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মো. শাহ আলম কুমিল্লার বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া (পূর্ব) গ্রামের সন্তান। ১৯৮৬ সালে কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেন। তিনি দিল্লীতে চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক পেয়েছেন।

BBS cable ad